০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম বাগেরহাটের রামপালে মাছের ঘের দখলের প্রতিবাদ করায় মধ্যযুগীয় কায়দায় বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে এলাকা পুরুষ শুন্য হয়ে যাওয়ায় আতঙ্কিত রয়েছেন ওইসব বাড়ির নারী ও শিশুরা। তবে পুলিশ বলছে, পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বাগেরহাটের রামপাল উপজেলায় গত বছরের ৫ আগস্টের পর থেকে ঘের দখল ও পাল্টা দখল শুরু হয়। এই উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নেরও সমানে চলছে ঘের দখল। আর এই ঘের দখলকে কেন্দ্র করে এই এলাকা আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। এসব ঘটনার প্রতিবাদ করায় অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। সম্প্রতি ভোজপাতিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের কবির হাওলাদার, ফেরদাউস শরিফ...