০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম বড় বোনের সঙ্গে প্রায় ২৫ বছর সরাসরি দেখা হয়নি মাহফুজা আক্তারের। তাদের এই সাক্ষাতের পথে বাধা সীমান্তের কাঁটাতার। মন চাইলেও আর্থিক অনটনের কারণে পাসপোর্ট-ভিসার ব্যবস্থা করে বোনকে দেখতে যেতে পারেননি মাহফুজা। তবে একটা সুযোগ পেয়েছিলেন- দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের দিন সীমান্তের কাছে মাথাভাঙ্গা নদীর পারে গেলে দেখা হতে পারে দুজনের। সে আশায় পরশু বৃহস্পতিবার দুপুর থেকে এপারে অপেক্ষা করছিলেন মাহফুজা। ওপারে ছিলেন তাঁর অসুস্থ বোন রওশনা। কিন্তু দুই দেশের নিরাপত্তা বাহিনীর কঠোরতার কারণে শেষ পর্যন্ত দেখা হয়নি তাদের। দূর থেকে আন্দাজে হাত নেড়ে ইশারা করে ফিরে গেছেন যে যার বাড়ি। শুধু মাহফুজা-রওশনা নন, শত শত মানুষ গত বছরের মতো এবারও সরাসরি স্বজনের মুখটা দেখতে না পাওয়ার দুঃখ নিয়ে...