০৪ অক্টোবর ২০২৫, ১২:৪৭ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:৪৭ এএম রাজধানীর রমনা পার্কের লেকে পড়ে ওয়াসিমুল হক (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ওয়াসিমুল জুতা খুলে রেখে হাত-মুখে পানি দিচ্ছিলেন। কিছুক্ষণ পর জুতাগুলো উপরে থাকলেও তাকে আর দেখা যাচ্ছিল না। পরে লেকে ভেসে ওঠার পর খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। প্রথমে তাকে অজ্ঞাত হিসেবে আনা হয়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। ওয়াসিমুল হক সাবেক এক সচিবের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। প্রায় ৩০ বছর ধরে কোনো কাজ করতেন না।...