সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেন, ‘শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে যে যোগাযোগ বজায় রাখছেন, তা সরকারের জন্য বিব্রতকর, বিপজ্জনক ও বিরক্তিকর হয়ে উঠেছে। এই কর্মকাণ্ড ঠেকাতে সরকার দুটি অ্যাপ ‘বোটিম’ ও ‘টেলিগ্রাম’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী নির্বাচনের তফসিল ঘোষণার সময় বা তার কাছাকাছি সময়ে এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে। তবে ভবিষ্যতে এটি বাস্তবায়ন হবে কি না তা এখনো অনিশ্চিত।কারণ বর্তমানে ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, বোটিম, হোয়াটসঅ্যাপসহ হাজারো সামাজিক যোগাযোগমাধ্যম ও সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। যেগুলোর অন্তত ২০-২৫টি বিকল্প ব্যবস্থা রয়েছে। তাই প্রয়োজনে ব্যবহারকারীরা অন্য মাধ্যমও ব্যবহার করতে পারবেন।’সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে গোলাম মাওলা রনি এসব কথা বলেন।গোলাম মাওলা রনি মনে করেন, চীন ও ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিষ্ঠান না থাকলে এ ধরনের সামাজিক মাধ্যম...