০৪ অক্টোবর ২০২৫, ১২:৪৭ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:৪৭ এএম সংকেত দিয়ে একটি যাত্রীবাহি চলন্ত বাস থামায় তিন ব্যক্তি। এরপর বাসটিতে উঠে পড়েন তাদের মধ্যে দুই জন। তারা মারধর করে চালক ও হেলপারকে বাস থেকে নামিয়ে দেন। একইভাবে বাসের যাত্রীদেরও। বাসটি ফাঁকা হলে নেমে যায় ওই অজ্ঞাত দুই ব্যক্তি। এরই মধ্যে বাসের জানালায় গুলি করে তৃতীয় জন। এরপর বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গতকাল সকালে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস সেনপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় কয়েকজন হাতের ইশারা দিয়ে বাসটি থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয় তারা। সেসময় যাত্রীদেরও নামিয়ে দেওয়া হয়। পরে...