০৪ অক্টোবর ২০২৫, ১২:২৭ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:২৭ এএম ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এক নবদম্পতির বিবাহিত জীবন ভেঙে গেল পোষা প্রাণীর কারণে। দম্পতি আদালতে তালাকের আবেদন করেছেন, কারণ স্বামীর পোষা কুকুর আর স্ত্রীর পোষা বিড়াল কোনোভাবেই একসাথে মানিয়ে নিতে পারেনি। ফ্যামিলি কোর্ট সূত্রে জানা যায়, প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই দুজনের পরিচয় ও বন্ধুত্ব হয়েছিল, পরে তা বিবাহে রূপ নেয়। কিন্তু ডিসেম্বর ২০২৪-এ বিয়ের পর একসাথে থাকতে গিয়েই শুরু হয় বিপত্তি। স্ত্রীর অভিযোগ, স্বামীর কুকুর বারবার তার বিড়ালকে ভয় দেখাত এবং এমনকি কয়েকবার আক্রমণও করেছে। অন্যদিকে স্বামীর দাবি, বিয়ের আগেই তিনি শর্ত দিয়েছিলেন যে, স্ত্রী তার বিড়াল নিয়ে আসতে পারবে না। এছাড়া বিড়ালটি প্রায়ই তার অ্যাকুরিয়ামের মাছের আশেপাশে ঘুরে বেড়ায়, যা বাড়ির পরিবেশকে উত্তেজনাপূর্ণ করে তোলে। দুজনকে একাধিকবার কাউন্সেলিংয়ে...