প্রতি বছর ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালিত হয়। দিবসটির উদ্দেশ্য হলো মানুষকে প্রাণীর প্রতি সহানুভূতিশীল করা, তাদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করা এবং নির্মমতা থেকে রক্ষা করা। সভ্য বিশ্বে প্রাণী কল্যাণ একটি আলোচিত বিষয়। বিশেষ করে পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য রক্ষায় প্রাণীর ভূমিকা অনস্বীকার্য। ইসলামের শিক্ষা এ বিষয়ে সর্বপ্রথম সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেছে। মানুষ ও প্রাণী উভয়ই আল্লাহর সৃষ্ট। মানুষ যেমন জীবনের অধিকার রাখে, তেমনি প্রাণীকেও জীবন, খাদ্য ও নিরাপত্তার অধিকার দেওয়া হয়েছে। কোরআনে আল্লাহতায়ালা ঘোষণা করেছেন, ‘পৃথিবীতে চলাচলকারী প্রতিটি প্রাণী এবং বায়ুমণ্ডলে ডানার সাহায্যে উড়ন্ত প্রতিটি পাখিই তোমাদের ন্যায় এক একটি জাতি। আমি কিতাবে কোনো বিষয়ই লিপিবদ্ধ করতে বাদ রাখিনি। অতঃপর তাদের সকলকে তাদের রবের কাছে সমবেত করা হবে।’ (সুরা আনআম ৩৮) এ আয়াত স্পষ্ট করে জানাচ্ছে, প্রাণীরাও...