০৪ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম শ্রীলঙ্কার কলম্বোতে শুরু হওয়া নারী ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে। তিন বছর আগে এই বিশ্বকাপের অভিষেকে বাংলাদেশ মাত্র একটি জয় পেয়েছিল। সেই জয়ও পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে জয় পাওয়ায় নারী ক্রিকেট দলের আরও সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী ৭ অক্টোবর শক্তিশালী ইংল্যান্ডের সাথে তার দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় বাংলাদেশের বোলারদের অসামান্য নৈপুণ্যে পাকিস্তানকে ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে অলআউট করে বাংলাদেশ ৩১.১ ওভারে ৩ উইকেটে ১৩১ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়। প্রথম ম্যাচে ক্রিকেটাররা ব্যাটিং- বোলিংয়ে নৈপুণ্য দেখিয়ে এই বিজয় নিশ্চিত করে। এই সাফল্য পরের ম্যাচগুলোতে বিজয়ী হতে তাদের আত্মবিশ্বাস যোগাবে। এই বিজয়ে...