০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরায়েলের হামলা ও গাজায় ফিলিস্তিনিদের ওপর দেশটির চালানো গণহত্যার তীব্র প্রতিবাদ জানালেন মানবাধিকার, পরিবেশ, নারী, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, ক্রীড়া ও স্বেচ্ছাসেবীসহ নানা অঙ্গনের ৭০টি সংগঠনের কর্মীরা ও সাধারণ মানুষ। আওয়াজ তুললেন, ফিলিস্তিনবাসীর মুক্তি ও স্বাধীনতার। নৌবহরের গ্রেফতার মানবাধিকারকর্মীদেরও অবিলম্বে মুক্তির দাবি করেছেন তারা। গতকাল ‘বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স’-এর ব্যানারে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এক মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে ওই প্রতিবাদ ও দাবি জানানো হয়। এ আয়োজনে প্রথাগত কোনো সভাপতি বা নির্দিষ্ট কোনো বক্তা ছিলেন না। সমাবেশ থেকে সুমুদ ফ্লোটিলার সুরক্ষা ও ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করা, গাজায় গণহত্যা ও ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা এবং ফিলিস্তিনকে...