০৪ অক্টোবর ২০২৫, ১২:৩৫ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:৩৫ এএম যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র ইউক্রেনে সরবরাহ করা হলে রাশিয়া ‘যথাযথ’" প্রতিক্রিয়া জানাবে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন। এই ধরণের সম্ভাব্য উন্নয়নের প্রতি রাশিয়া কীভাবে প্রতিক্রিয়া জানাবে জানতে চাইলে তিনি বলেন: ‘যথাযথ’। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ২৮ সেপ্টেম্বর নিশ্চিত করেছেন যে, ওয়াশিংটন প্রশাসন পরবর্তী সময়ে ইউক্রেনে স্থানান্তরের জন্য অন্যান্য ন্যাটো দেশগুলিকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা বিবেচনা করছে। তার মতে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, মস্কো এবং তেহরানের মধ্যে বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। ‘রাশিয়ান ফেডারেশন এবং ইসলামী প্রজাতন্ত্রের ইরানের মধ্যে বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি, যা রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং ইরানের...