০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল আসাদুল হাবিব দুলু বলেছেন, স্বৈরাচারী পতিত হাসিনা সরকার কথা দিয়ে তিস্তা মহাপরিকল্পনার স্বপ্ন তরী তিস্তার তীরে নিয়ে এসে ডুবিয়ে দিয়েছিল। ফ্যাসিস্ট হাসিনা ও তার সরকার তিস্তা তীরবর্তী জনগণের সাথে বেইমানী করেছে। আমরা আর আশাহত হতে চাই না। আর কোনো প্রতিশ্রুতি নয়, আমরা চাই নির্বাচনী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রের নিজস্ব কোষাগারের টাকা দিয়েই নভেম্বরে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হোক। পরবর্তীতে নির্বাচিত সরকারে যারা আসবেন তারা এই কাজের ধারাবাহিকতা রক্ষা করবে। তিনি গতকাল শুক্রবার সকালে রংপুর চেম্বার ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু বলেন, ২০২৬ সালের জানুয়ারি মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রথম...