০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন এবং ত্রাণবাহী জাহাজ ‘সুমুদ ফ্লোটিলা’র মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন শ্রমিক সংগঠন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) ব্যানারে আয়োজিত সমাবেশে এই প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে গ্রেপ্তারদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়। সমাবেশে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক আইন মেনেই বাংলাদেশসহ ৪৪টি দেশের ৫০০ জন মানবাধিকার কর্মী গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে রওনা হয়েছিলেন। কিন্তু ইসরায়েলি সেনারা সেই ফ্লোটিলায় হামলা চালিয়ে কর্মীদের অপহরণ ও গ্রেপ্তার করেছে। তিনি বলেন, এই অভিযাত্রায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ছিলেন ফটোগ্রাফার ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। গাজায় গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়া শ্রমিকদের ন্যায্য দাবিরই অংশ।...