০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম গুজব ছড়িয়ে পাহাড়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে বিচ্ছিন্নতাবাদি সন্ত্রাসী গোষ্ঠী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। তাদের সরাসরি সহযোগিতা দিয়ে যাচ্ছে হিন্দুত্ববাদি ভারত ও সেই দেশে পালিয়ে থাকা ফ্যাসিবাদিরা। তাদের মূল টার্গেট হলো- দেশে অস্থিরতা সৃষ্টি করে অন্তর্বর্তিকালীন সরকারকে বেকায়দায় ফেলা। জন্ম থেকেই (১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর) ইউপিডিএফ তিন পার্বত্য জেলায় নানা অপরাধে জড়িত। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার নজিরবিহীন এক গণঅভ্যূত্থানে ফ্যাসিবাদি শেখ হাসিনার পতনের পর ওই সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে একের পর পাহাড়ে দাঙ্গা সৃষ্টি করছে। গত দেড় বছরে তারা আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিটি ঘটনায় তারা গুজব সৃষ্টি করে তা-বে মেতে উঠেছে। এই গুজবে তাদের সহযোগী হচ্ছে বিশেষ একটি মিডিয়া হাউস ও কিছু অখ্যাত অনলাইন...