সোনাইমুড়ী মডেল মসজিদের মুসল্লিরা জানিয়েছেন, ময়লার ধোঁয়া ও দুর্গন্ধে নামাজে অসুবিধা হচ্ছে, ফলে মসজিদে মুসল্লীর সংখ্যা কমে যাচ্ছে। সবুজ হোসেন নামে এক বাসিন্দা বলেন, ময়লার দুর্গন্ধে মসজিদে যাওয়া, নামাজ পড়া কঠিন হয়ে পড়েছে। এলাকার মানুষের স্বাস্থ্যের জন্য এটি বড় একটি ঝুঁকি। তাহমিনা আক্তার নামের এক স্থানীয় বাসিন্দা যোগ করেন, দূর্গন্ধের কারণে চলাফেরা করা দায় হয়ে গেছে, আমরা অসুস্থ হয়ে পড়ছি। মাদরাসা শিক্ষার্থী নিলিমা ইয়াসমিন বলেন, ময়লার দুর্গন্ধের কারণে মাদরাসায় যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। শিমুলিয়া গ্রামের ইব্রাহিম জানান, পার্শ্ববর্তী গ্রামগুলোর বাসিন্দারা ময়লার দুর্গন্ধে বসবাসে অযোগ্য হয়ে পড়েছেন। শিশু ও বৃদ্ধদের মধ্যে নানা ধরনের রোগবালাই দেখা দিয়েছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সোনাইমুড়ী মডেল মসজিদের মুসল্লি ইকবাল (৬০) বলেন, মসজিদ সংলগ্ন জায়গায় পৌর কর্তৃপক্ষ ময়লা ফেলেছে,...