যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সালিশে পাঁচ বিএনপিকর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে আহতদের একজন আশিকুর রহমান শার্শা থানায় এ বিষয়ে অভিযোগ করেন। এরআগে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে মোটরসাইকেলে তেল নেওয়ার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন শার্শার শ্যামলাগাছী গ্রামের আব্দুল মজিদের ছেলে পিন্টু রহমান (৩২) ও লাল্টু রহমান (২৮), ওলিয়ার রহমানের ছেলে তারেক রহমান (৪২) ও হায়দার আলী (৩২)। অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামলাগাছি পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নেন কন্যাদহ গ্রামের ইকবাল হোসেন (২৫)। পরে হাত ইশারা করে অন্য এক পরিচিত জনকে ডাকেন তিনি। এতে ভুল বোঝাবুঝি হয়। পরে ফেরার পথে তাকে পিটিয়ে আহত করেন শ্যামলাগাছি গ্রামের লাল্টু রহমান ও পিন্টু রহমান। পরে ইকবাল হোসেন তার...