ক্রমশ যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নীতি বদল, যুক্তরাষ্ট্রে বাস করা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রকে এড়িয়ে গিয়ে অনেকেই উচ্চশিক্ষার জন্য বিকল্প খুঁজে নিচ্ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ বছর আগের চেয়ে কম বিদেশি ছাত্র ভর্তি হতে দেখা গেছে। এতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর আয় কমে গিয়ে তাদের মাথায় হাত পড়ছে। ট্রাম্প প্রশাসনের নতুন নীতির কারণে যুক্তরাষ্ট্রের অন্তত ৩৫টি বিশ্ববিদ্যালয় বাজেট কাটছাঁট করেছে। শিকাগোর ডিপল ইউনিভার্সিটি ইতিমধ্যেই ব্যয় কাটছাঁট করার ঘোষণা দিয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়টিতে আগের চেয়ে ৩০ শতাংশ কম বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে। গত বছরে ডিপলে মোট ২১ হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছিল; এর মধ্যে ২,৫০০ জন ছিল বিদেশি। শিকাগোর ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে এবার গত বছরের তুলনায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৭৫৫ জন কম। প্রথম...