লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় তিন কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে। পরে ইলিশ মাছটি বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়। শুক্রবার দুপুরে (৩ অক্টোবর) উপজেলার রামগতি মাছঘাটে হেলাল ব্যাপারির আড়তে ওই বড় মাছটি ডাকে সর্বোচ্চ দামে কিনে নেন অজি উল্যাহ ব্যাপারি। বড় এ ইলিশ কিনতে নিলামে (ডাকে) অংশ নেন কমপক্ষে ১০ ব্যবসায়ী। এর আগে সাগরে মাছ শিকার করতে গেলে উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মফিজ মাঝির জালে মাছটি ধরা পড়ে। ইলিশের ক্রেতা অজি উল্লাহ ব্যাপারি বলেন, ‘আমি ১০ হাজার টাকায় ইলিশটি কিনেছি। ঢাকার মোকামে পাঠাবো। আশা করছি, সেখানে ১৪ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করতে পারবো। এত বড় ইলিশ সচরাচর মেলে না। ঢাকায় বড় ইলিশের বিশেষ চাহিদা রয়েছে।’ স্থানীয় ব্যবসায়ীরা জানান, ইলিশ কম পাওয়ায় জেলেরা হতাশ,...