এসএম বদরুল আলমঃঅন্তর্বর্তী সরকারের সংস্কারের ঢেউ দেশের বিভিন্ন দপ্তরে বইলেও গণপূর্ত অধিদপ্তরে চলছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। প্রধান প্রকৌশলী শামীম আখতার এখনও আঁকড়ে রেখেছেন পুরোনো আওয়ামীপন্থি সিন্ডিকেট, আর তারই আশীর্বাদপুষ্ট হয়ে রাজশাহী থেকে নারায়ণগঞ্জে নির্বাহী প্রকৌশলী পদে যোগ দিয়েছেন বুয়েট ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ। এই পদায়নকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। শহরজুড়ে যেখানে সংস্কারের হাওয়া বইছে, সেখানে গণপূর্ত অধিদপ্তরে উল্টো দৃশ্য—পুরনো শক্তির পুনর্বাসন। শামীম আখতারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আওয়ামী ঘনিষ্ঠ কর্মকর্তাদের নতুন আঙ্গিকে পদায়ন ও পুনর্বাসনের। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের পরিবর্তনের সুযোগকে তিনি ব্যবহার করেছেন নিজের পছন্দের কর্মকর্তাদের টিকিয়ে রাখতে। দুয়েকজনকে লোক দেখানোভাবে সরানো হলেও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আহসান হাবিব ও হারুন অর রশিদকে বড় দায়িত্বে বসানো হয়েছে। ফলে ঠিকাদার থেকে শুরু করে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। হারুন...