মাঝপথে হঠাৎ বসে পড়ল জুয়েল। হালকা-পাতলা শরীর নিয়েও হাঁপাচ্ছে। বড় বড় নিঃশ্বাস টেনে শুধু বলল, “আর কতটুকু?” আর দশটি পাহাড়ের মতোই এ পাহাড়। গায়ের সবুজ কেটে লালমাটির পথ করা। সে পথ বেয়েই চূড়ায় উঠতে হয়। পাহাড়ের গায়ে কয়েকটি মাচাঘর। বাঁশের তৈরি ঘরগুলোতে আদিবাসীদের বাস। আশপাশে জংলি ফুলের বাগান। টকটকে অনেক লাল ফুল ফুটে আছে। প্রকৃতির এমন সৌন্দর্য অন্যরকম লাগে। পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলেছে একটি ছড়া। দূর পাহাড় থেকে নেমে এসেছে এটি। তার কলকল ধ্বনি নীরবতা ভাঙছে। পাহাড়ের মানুষ এ জলেই পিয়াস মিটায়। জুয়েলকে নিয়ে একসময় চূড়ায় উঠি। চারপাশের দৃশ্য মন ছুঁয়ে যায়। ক্লান্তি ভুলে অবাক হয়ে চেয়ে থাকি চারপাশে। ছোট-বড় শত শত পাহাড়। কোনোটি আমাদের, কোনোটি ভারতের। দূরে সবুজে ঢাকা উঁচু একটি পাহাড় নজর কাড়ে। তার চূড়ায় ঠায় দাঁড়িয়ে...