বাংলাদেশে ইসলাম প্রচার ও বিস্তারের ইতিহাস নিয়ে নানা আলোচনা ও কিংবদন্তি রয়েছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলায় অবস্থিত একটি স্থাপনা দীর্ঘদিন ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে। স্থানীয়ভাবে এটিকে হারানো মসজিদ বলা হয়। প্রত্নতাত্ত্বিক দিক থেকে এটি সুলতানি আমলের নিদর্শন হওয়ার সম্ভাবনা প্রবল হলেও জনশ্রুতিতে একে সাহাবি যুগের মসজিদ হিসেবে দেখা হয়। লালমনিরহাট সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস মৌজায় মসজিদটির অবস্থান। বহু বছর ধরে এটি ঘন জঙ্গলের নিচে চাপা পড়ে ছিল। আশপাশের মানুষ এর অস্তিত্ব সম্পর্কে জানত না। ১৯৮৩-৮৪ সালে স্থানীয়ভাবে জঙ্গল পরিষ্কার করার সময় মসজিদের ধ্বংসাবশেষ চোখে পড়ে। এরপর ১৯৮৬ সালের ১০ মহররমে গ্রামের বাসিন্দা আইয়ুব আলী একখণ্ড ইট খুঁজে পান। সেই ইটে খোদাই করে লেখা ছিল, ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এবং নিচে লেখা ছিল হিজরি সন ৬৯।...