জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ যেদিকে গেছে, জাতীয় পার্টি একই পথে হেঁটেছে। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এখন তারা যদি সাধু সেজে রাজনীতি করতে চায়, দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। এমনকি জাতীয় পার্টির রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি। শুক্রবার রাত ১০টার দিকে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন সারজিস আলম। দলের নির্বাচনী প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “এনসিপির প্রতীক যদি হয়, তাহলে সেটি অবশ্যই শাপলাই হবে। আমরা এই শাপলা প্রতীক নিয়েই আসন্ন নির্বাচনে অংশ নিতে চাই। যদি নির্বাচন কমিশন এখানেও তাদের স্বেচ্ছাচারিতা চালায়, আমরা...