চার বছরের জরুরি শাসনের পর, জুলাইয়ের শেষদিকে নির্বাচনের ঘোষণা দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয় মিয়ানমারের জান্তা শাসক। চলতি বছর ২৮ ডিসেম্বর থেকে বহু ধাপের নির্বাচন আয়োজনের কথা জানান জান্তা প্রধান মিন অং হ্লাইং। আর এরপর থেকেই ঘন ঘন বিদেশ সফর করছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, মিন অং হ্লাইংয়ের এসব সফর ডিসেম্বরে বিতর্কিত নির্বাচনের জন্য সমর্থন জোগাড় করতে কূটনৈতিক প্রচেষ্টার অংশ। ২০২১ সালের অভ্যুত্থানে নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করার পর থেকে এ পর্যন্ত তিনি যতবার বিদেশ সফরে গিয়েছেন, গত ছয় মাসে তার তুলনায় অনেক বেশি বিদেশ সফর করেছেন। গত ছয় মাসে তিনি চীন ও রাশিয়ায় দুবার করে সফর করেছেন। আর থাইল্যান্ড, বেলারুশ এবং সর্বশেষ কাজাখস্তানে একবার করে ভ্রমণ করেছেন। এসব সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার ভøাদিমির পুতিন এবং ভারতের...