গাজা বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগার শুধু নয়, গাজা এখন একটি পরীক্ষাকেন্দ্র। যেখানে পরীক্ষা হচ্ছে, কোন দেশ মানবতার পক্ষে আছে। এখন চলছে এক নতুন পরীক্ষা। ইসরায়েলি নৃশংসতার বিপরীতে মানবতার এক অভূতপূর্ব জাগরণ দেখছে বিশ্ববাসী। ইসরায়েলের হামলা, আরব দেশগুলোর মুখ ফিরিয়ে রাখা আর বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকার হুমকির মুখে মরতে মরতে বেঁচে থাকা মানুষেরা থাকে গাজায়। তারা বলে, আশার সব দরজা বন্ধ হয়ে গেছে বলে আমরা আকাশের দিকে তাকিয়ে আছি। কিন্তু আকাশে গনগনে সূর্য, শুকিয়ে যাচ্ছে জিহ্বা, ফেটে যাচ্ছে ঠোঁট। এক ফোঁটা পানি যেখানে দুর্মূল্য, সেখানে সূর্যও পুড়িয়ে মারছে মা ও শিশুদের। এই ইসরায়েল সৃষ্ট নরকে, প্যালেস্টাইনের শিশুদের মৃত্যুতে মায়েরা যেন কাঁদতেও ভুলে গেছে। গুলি, বোমায় মৃত্যুর পাশাপাশি চোখের সামনে না খেয়ে সন্তানকে মরতে দেখে কোনো পিতা-মাতা কি স্বাভাবিক থাকতে পারে?...