বন্যা কেন হয় পিদিম নিজেও জানে না। শুধু দেখেছে বন্যায় চারদিকে যতদূরে চোখ যায় শুধু পানি আর পানি। এদিকে উত্তর না দিতে পারলে বোনের কাছে মানসম্মান থাকে না, তাই বলল পিদিম : আরে, জানিস না? নদীর পানি বেড়ে যায় বলেই তো বন্যা হয়! ....................................................... রাকিবের বাবা জরুরি কাজে শহরে যাওয়ায় সেদিন গরু চরাতে যেতে হয়েছিল রাকিবকেই। পাশেই খেলার মাঠ। সেখানে ওর বন্ধুরা খেলছে। ওকে গরু চরাতে দেখে তা বেশ ঠাট্টা তামাশা করছে। ওদের ক্লাসের দিলীপ বলল দিলীপ : রাকিব, তোর গরু তো খুব ডাকাডাকি করছে। কী রে, কেমন রাখাল তুই ঠিকমতো দেখভাল করতে পারিস না? রাকিব : গরু ডাকছে তা তো দেখতেই পাচ্ছি। আর কী বলছে তাও বুঝতে পারছি। ....................................................... সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী কীভাবে বদলে যাচ্ছে সেটা পড়াচ্ছিলেন শিক্ষক।...