০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম একটি সুন্দর, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কাজ করছে নির্বাচন কমিশন-ইসি। যদিও রোডম্যাপের অনেক কাজ ইসি অনেক আগেই শুরু করেছে বা অনেক কাজ চূড়ান্ত পর্যায়ে সম্পন্ন হয়েছে। ফলে নির্বাচন আয়োজনে মোটা দাগের কাজগুলো সম্পন্ন করেছে ইসি। ইতোমধ্যে ৩০০ আসনের সীমানা নির্ধারণ চূড়ান্ত করা হয়েছে, ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করা হয়েছে এবং তা সংস্কারের জন্য কাজ চলছে, ব্যালট পেপারসহ আনুষঙ্গিক পণ্য ক্রয় করে মজুদ করা হচ্ছে নির্বাচন কমিশন কার্যালয়ে। তবে সম্প্রতি আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর পদ্ধতির) নির্বাচন নিয়ে দেশের কয়েকটি দল জোটবদ্ধ হয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে এবং এ পদ্ধতির নির্বাচন না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে। ফলে রাজনৈতিক মাঠে...