০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম দখল-দূষণে হারিয়ে যেতে বসেছে ফরিদপুরের ছোট-বড় প্রায় ১০ নদ-নদী। নদী দূষণ শুধু পানির ধারা নয়। প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং জীবনের এক অবিচ্ছেদ্য অংশও বটে। অথচ জলবায়ু পরিবর্তন আর দখল-দূষণ এবং দুর্বৃত্তদের থাবায় হারিয়ে যেতে বসেছে ফরিদপুরের মধুমতী, কুমার, আড়িয়াল খাঁ, আতাই নদী, ভুবন্বেশ্বর, মাদারিপুর বিল রুট নদীসহ ছোট-বড় মিলে অন্তত ১০টি নদ-নদী। নদীগুলোর দুই পাশ দখল করে বাড়িসহ সøুইস গেট নির্মাণ ও ভরাট প্রক্রিয়ার কারণে নদীগুলো এখন সরু ও সংকীর্ণ খালে পরিণত হয়েছে। নদ-নদীর দুই পাড়ে গড়ে উঠছে বহু পাকা স্থাপনা। আবারও নদের কোথাও কোথাও ভরাট ও দখল করে নদের অর্ধেকই গিলে ফেলছে দখলদারা। এই চিত্রটি সবচেয়ে বেশি চোখে পড়বে, ফরিদপুর সদর থানার বেইলি ব্রীজের অংশে। এখানে প্রায়...