০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম গত ১৩ মাসে অন্তর্বর্তী সরকার প্রশাসনযন্ত্রে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ বাস্তবায়ন করতে পারেনি। চলতি মাসে বর্তমান সরকারে দায়িত্ব ১৪ মাসে পড়েছে। এখনো মাঠ-প্রশাসনে চরম বিশৃঙ্খলা চলছে। আবার জনপ্রশাসনে বদলি-পদোন্নতি পদায়নে প্রকাশ্যেই ঘুষ-দুর্নীতি ভয়াবহ আকারে বেড়েছে। তা বন্ধ করতে পারেনি বর্তমান সরকার। দুর্নীতি বন্ধে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কঠোর নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা চলে আসছে বেশ কিছুদিন ধরেই। বলা যায়, অনেকটা ওপেন সিক্রেট। সম্প্রতি এক সচিবের ঘুষের চুক্তির অভিযোগ উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। শুধু সিভিল প্রশাসনেই নয়, শিক্ষা প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন সর্বত্রই এমন অনিয়ম-বিশৃঙ্খলা ও ঘুষ লেনদেনের অভিযোগ উঠছে। প্রকাশ্যে ঘুষ লেনদেনের সুযোগেই পতিত শেখ হাসিনার একান্ত অনুগত, ফ্যাসিস্ট বলে চিহ্নিত সরকারি...