০৪ অক্টোবর ২০২৫, ১২:৩১ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:৩১ এএম দীর্ঘ সাত বছর পর তেল সমৃদ্ধ দেশ ইরাকের মাটিতে বাংলাদেশি কর্মীরা পৌঁছেছে। বৃহস্পতিবার রাতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরে ১৮০ জন বাংলাদেশি কর্মীর প্রথম দলটিকে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মো.মাকসুদুল হকের নির্দেশে দূতাবাসের কর্মকর্তা তানভীর আহমেদ ও রেজাউল রিসিভ করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ইরাকের বাগদাদ থেকে রিক্রুটিং এজেন্সি আল রোটান (প্রা:) লিমিটেডের প্রবাসী কর্মী আকাশ বেপারী, শাওন সরকার, মো. ইমন হাসান, মো.নজরুল বেপারী, তোফায়েল, রায়হান বেপারী ও আমির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। শ্রমবাজার সম্প্রসারণে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তরাও প্রচেষ্টা অব্যাহত রাখছেন। বহু চড়াই উৎড়াই পেড়িয়ে দীর্ঘ সাত বছর পর বাংলাদেশি শ্রমিকদের জন্য পুনরায় উন্মুক্ত হলো ইরাকের শ্রমবাজার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক...