জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের আকস্মিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার পর পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে কাছের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাড়ে ৯টার দিকে চিকিৎসক হাসিবকে মৃত ঘোষণা করেন বলে তার সঙ্গে থাকা আয়াতুল্লাহ আল মাহমুদ বলেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করছেন, হাসিব হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসিবের আকস্মিক মৃত্যুর সংবাদ শোনার পরপর তারা হাসপাতালে যান। তার এমন মৃত্যু কোনভাবেই মেনে নেওয়া যায় না। হাসিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ভোলা জেলায়। প্রক্টর জানান, হাসিবের প্রথম জানাজার প্রথম নামাজ ক্যাম্পাসে হবে। এরপর মরদেহ তার গ্রামের বাড়ি ভোলায়...