এ ছাড়া, গেণ্ডারিয়ার ফরিদাবাদ এলাকা থেকে আব্দুল জলিল (৬০) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং রমনা পার্কের লেক থেকে ওয়াসিমুল হক (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিদ্যাধরী সূর্য্য প্রসাদ দাসের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১ অক্টোবর সন্ধ্যায় সূর্য্য প্রসাদ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। এরপর থেকে আর বের হননি। শুক্রবার সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে জানতে চাইলে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, বিদ্যাধরী সূর্য্য প্রসাদ দাস ইংলিশ মিডিয়ামে ‘এ’ লেভেল সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে পাঁচ বছরের পড়াশোনা শেষে গ্রাজুয়েশন শেষ করে গত...