ফেনী:ফেনীর ফুলগাজী উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া আবুল বসর (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ অক্টোবর) রাতে উপজেলার একটি পাশের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে আবুল বসর মাছ ধরতে পাশের কহুয়া নদীতে যায় কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত ৯টা পর্যন্ত তিনি বাড়ি না ফিরলে পরিবার ও এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েন। আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা তাকে খুঁজতে শুরু করেন এবং স্থানীয় মসজিদের মাইক দিয়ে তার নিখোঁজ হওয়ার সংবাদ প্রচার করা হয়। রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে পাশের কহুয়া নদীতে তার লাশ ভেসে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম জানান, কী কারণে বা কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে...