বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক মোরশেদ শফিউল হাসানের নতুন গ্রন্থ ‘ইতিহাসের ফাঁকফোকর এবং অন্যান্য’ সম্প্রতি প্রকাশ করেছে ‘পুণ্ড্র প্রকাশন’। গ্রন্থটি আকারে ছোট হলেও বিষয়বস্তুতে অত্যন্ত সমৃদ্ধ। ১১২ পৃষ্ঠার এই বইটি হাতে নিলে মনে হতে পারে অল্প সময়েই পড়া শেষ করা যাবে, কিন্তু পড়তে শুরু করলে স্পষ্ট হবে যে কাজটি ততটা সহজ নয়। কারণ এর প্রতিটি প্রবন্ধে নিহিত রয়েছে চিন্তার বহুমাত্রিকতা, ইতিহাসের ভিন্ন ভিন্ন দিক এবং গভীর তাৎপর্য। প্রথম প্রবন্ধের শিরোনাম ‘ইতিহাসের ফাঁকফোকর এবং সরল বা একপার্শ্বিক বয়ান’। এই প্রবন্ধটিতে লেখক দেখিয়েছেন, ইতিহাস আসলে সরলরেখায় চলমান কোনো বিষয় নয়। বরং ইতিহাস বলে আমরা যা জানি তার ভেতরে রয়ে গেছে অনেক কানাগলি। অতীতের অনেক কাহিনি ও ঘটনাকে আড়ালে রাখা হয়, কিন্তু আসলে এই অব্যক্ত ও অপ্রকাশিত ঘটনাই ইতিহাসের গতিপথ নির্ধারণ করে। লেখক ইতিহাসের...