ভারত ও চীন পাঁচ বছর পর আবারও সরাসরি বিমান চলাচল শুরু করতে যাচ্ছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি মাসেই দু’দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে, যা সম্পর্ক স্বাভাবিক করার দিকে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ২০২০ সালে হিমালয় সীমান্তে চীনা ও ভারতীয় সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর থেকেই দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল। গালওয়ান উপত্যকায় ওই সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় এবং চার জন চীনা সেনা নিহত হয়, যা ছিল ১৯৭৫ সালের পর প্রথম প্রাণঘাতী সংঘর্ষ। এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত স্থবির হয়ে পড়ে। তবে সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশ ধীরে ধীরে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন স্তরে কূটনৈতিক আলোচনা, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথ টহল চুক্তি এবং...