আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচেও জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চায় টাইগাররা। সেই লক্ষ্যে আজ (শুক্রবার) সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে দেড়শ’র আগেই থেমেছে আফগানরা। রশিদের হারিয়ে সিরিজ জিততে ১৪৮ রান দরকার জাকের আলীদের। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক জাকের আলী। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন ইব্রাহিম জাদরান। তবে এই ইনিংস খেলতে ৩৭টি বল খেলেছেন এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান এসেছে রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে। ২২ বলে ১ চার ও ২ ছক্কার মারে ইনিংসটি সাজিয়েছেন এই ব্যাটার। এছাড়া সেদিকুল্লাহ অতল ১৯...