অবনতিশীল অর্থনীতি, বৈদেশিক মুদ্রার সংকট ও রফতানির চাপে থাকা ব্যবসায়ীদের জন্য নতুন দুঃসংবাদ নিয়ে এলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী ১৫ অক্টোবর থেকে বন্দরের সেবা খাতে প্রায় ৪১ শতাংশ ট্যারিফ কার্যকর করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তে আমদানি-রফতানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাদের মতে, সংকটাপন্ন সময়ে এমন উদ্যোগ ব্যবসা-বাণিজ্যের জন্য হবে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম বন্দরে প্রায় চার দশক পর ট্যারিফ বাড়ানো হলো। সর্বশেষ ১৯৮৬ সালে বন্দরসেবায় মাশুল বাড়ানো হয়েছিল। এবার অন্তর্বর্তী সরকার নতুন প্রজ্ঞাপন জারি করে বন্দরের ৫২টি খাতের মধ্যে ২৩টি খাতে ট্যারিফ সমন্বয় করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভাড়া, টোল, ফি ও মাশুল ডলারের বিনিময়মূল্যের ভিত্তিতে আদায় করা হবে। প্রতি ডলারের হার ধরা হয়েছে ১২২ টাকা। ফলে ভবিষ্যতে ডলারের দাম বাড়লে স্বয়ংক্রিয়ভাবে মাশুলও...