বাগেরহাট শহরে চায়ের দোকানে বসে থাকা বিএনপির এক নেতা খুন হয়েছেন, যাকে মোটরসাইকেলে করে এসে কয়েকজন যুবক কুপিয়ে ফেলে রেখে চলে যান। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের উত্তর হাড়িখালীর তিন রাস্তার মোড়ে হত্যাকাণ্ডের এ ঘটনার তথ্য দিয়েছেন সদর মডেল থানার ওসি মো. মাহমুদ-উল-হাসান। নিহত এএসএম হায়াত উদ্দিন (৪৩) পৌর বিএনপির কমিটির সাবেক সদস্য ছিলেন। তিনি সম্প্রতি বাগেরহাট পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। কুপিয়ে হত্যাকাণ্ডের এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ দাবি করলেও সেই বিরোধ কী তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি তারা। নিহত হায়াত উদ্দিন বাগেরহাট শহরের উত্তর হাড়িখালী এলাকার শেখ নিজাম উদ্দিনের ছেলে। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের চেতনা নামের একটি পত্রিকার স্টাফ রিপোর্টার...