ফেদেরিকো ভালভের্দের রাইট-ব্যাক হিসেবে খেলতে না চাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন শাবি আলোন্সো। রেয়াল মাদ্রিদ কোচ জোর দিয়ে বললেন, দলের কোনো খেলোয়াড়ই কখনও নিজ পজিশনের বাইরে খেলতে অস্বীকৃতি জানায়নি। ঘটনার সূত্রপাত গত সোমবার, চ্যাম্পিয়ন্স লিগে এফসি কয়রাত আলমাতির বিপক্ষে ম্যাচের আগে। দলের একাধিক ডিফেন্ডারের চোটের কারণে রাইট-ব্যাক হিসেবে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নে মিডফিল্ডার ভালভের্দে বলেছিলেন, ‘রাইট-ব্যাক হিসেবে খেলার জন্য জন্ম নেননি’ তিনি। পরদিন দলের ৫-০ গোলে জেতা ম্যাচটিতে তাকে খেলাননি আলোন্সো। সেদিন উরুগুয়ের এই ফুটবলারের শরীরী ভাষা অনেক প্রশ্নের জন্ম দেয়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ম্যাচের আগে ও মাঝ বিরতির ওয়ার্মআপের সময় সতীর্থদের থেকে একটু দূরে একা থাকতে দেখা যায় তাকে। এছাড়া টাচলাইনে তার আচরণের কারণে সমর্থকদের একটা অংশের সমালোচনার মুখে পড়েন তিনি। তাকে ঘিরে পরিস্থিতি ক্রমেই আরও ঘোলাটে হতে থাকলে, পরদিন...