০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলিম বিদ্বেষ বাড়ছে। এমনকি চিকিৎসার ক্ষেত্রেও রোগীর ধর্মীয় পরিচয়কেই প্রাধান্য দিচ্ছেন অনেক চিকিৎসক। এমনই এক ‘অমানবিক’ মহিলা চিকিৎসকের দেখা মিলল ভারতের উত্তরপ্রদেশে। ওই রাজ্যের মুখ্যমন্ত্রীও আবার কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। ‘কট্টর হিন্দুত্ববাদে’ বিশ্বাসী জৌনপুরের সরকারি হাসপাতালের ওই গুণবতী চিকিৎসক অসুস্থ দুই মুসলমান প্রসূতির চিকিৎসা করতে অস্বীকার করেছেন। সহকর্মীদের বলেছেন ‘এরা মুসলিম রোগী। আমি কোনও মুসলিম রোগী দেখি না। ফলে অপারেশন থিয়েটারে নিয়ে যাবেন না।’ বিষয়টি জানাজানি হতেই নিন্দার ঝড় উঠেছে। যৌনপুরের চন্দবকের বাসিন্দা শামা পারভীন প্রসব যন্ত্রণা নিয়ে গত মঙ্গলবার জৌনপুরের সরকারি হাসপাতালে ভর্তি হন। রাত সাড়ে নয়টা নাগাদ তার তীব্র প্রসব যন্ত্রণা ওঠে। শামার স্বামী মহম্মদ...