আবুধাবিতে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম নেট-জিরো এনার্জি মসজিদ। প্রাচীন মাটির দেয়াল নির্মাণ কৌশল ও আধুনিক সৌরবিদ্যুৎ প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই মসজিদ উদ্বোধন হবে আগামী অক্টোবর মাসে। নির্মাতাদের দাবি, মসজিদটি কোনো ধরনের কার্বন নিঃসরণ ছাড়াই পুরোপুরি নিজের বিদ্যুৎ উৎপাদন করবে। নান্দনিক ও পরিবেশবান্ধব এই মসজিদে একসঙ্গে প্রায়১,৩০০ মুসল্লিনামাজ আদায় করতে পারবেন। ভেতরে সেন্সর প্রযুক্তি থাকবে, যা উপস্থিতি, তাপমাত্রা ও আর্দ্রতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ফ্যান ও এসি চালু করবে। স্থাপত্য নকশায় সূর্যের আলো ও বাতাসের প্রবাহ বিবেচনা করা হলেও কিবলার দেয়াল মক্কার দিকে রাখতে গিয়ে স্থপতিরা চ্যালেঞ্জের মুখে পড়েন। এজন্য বিকল্প কৌশল হিসেবে ব্যবহার...