মাসব্যাপী স্বেচ্ছাশ্রমে জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে লালমনিরহাট জেলা যুবদল। বৃক্ষরোপণ, রাস্তার পাশের আগাছা পরিষ্কার ও ক্ষতিগ্রস্ত কাঁচা-পাকা রাস্তা মেরামতের মতো কার্যক্রমে নিজেদের অর্থ ও শ্রম ব্যয় করে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি। শুক্রবার দিনভর লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি কবরস্থান থেকে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের শালামারা ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করেন যুবদলের নেতাকর্মীরা। বর্ষা মৌসুমে রাস্তাটিতে বড় বড় গর্ত তৈরি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই পথেই প্রতিদিন দুই ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষ, বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ পথচারী চলাচল করেন। স্বেচ্ছাশ্রমে রাস্তার এই সংস্কার কাজ করায় স্বস্তি ফিরেছে জনজীবনে। জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান এবং সদস্য সচিব হাসান আলীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা নিজ উদ্যোগে ইটের খোয়া, বালু ও মাটি দিয়ে...