চট্টগ্রাম থেকে ফতুল্লায় পৌনে ৪ লাখ লিটার ডিজেল লাপাত্তা পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ফতুল্লায় দুই দফায় প্রেরিত পৌনে ৪ লাখ লিটার ডিজেল লাপাত্তা হয়ে যাওয়ার ঘটনার কোনো কুলকিনারা হয়নি এখনো। রাষ্ট্রায়ত্ত যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনায় এ ডিজেল প্রেরিত হয় গত ২৪ জুন এবং তা শেষ হয় ৪ জুলাই। এ সময়ে ২ লাখ ৬২ হাজার ৮০৪ লিটার ডিজেল হিসাবের খাতায় মেলেনি। এরপর গত ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে ডিজেল প্রেরণের পর তা শেষ হয় ২২ সেপ্টেম্বর। এ সময়ে ১ লাখ ১২ হাজার ৬১৪ লিটার ডিজেলের হদিস মেলেনি। অভিযোগ রয়েছে, এসব ডিজেল ডিপো থেকে কৌশলে চুরি হয়েছে।এদিকে তেল গায়েবের বিষয়ে ২৫ সেপ্টেম্বর যমুনার ব্যবস্থাপনা পরিচালকের কাছে প্রেরিত অপারেশন বিভাগের এক চিঠিতে উল্লেখ করা হয় ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনের মাধ্যমে ২৪ জুন তেল সরবরাহ শুরুর পর...