বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সভাপতি তাবিথ আওয়াল বলেছেন, ফেডারেশন ফুটবলের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে ফুটবলকে ছড়িয়ে দেওয়ার জন্যও কাজ করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটলে তা জাতীয় পর্যায়ে পৌঁছায় এবং ভালো খেলোয়াড়রা কেন্দ্রীয় টুর্নামেন্টে সুযোগ পায়। চাঁপাইনবাবগঞ্জের দেবিনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রগতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি। তাবিথ আওয়াল আরও বলেন, স্থানীয় টুর্নামেন্টে বিভিন্ন কোম্পানি...