মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা আরব ও মুসলিম দেশগুলোর প্রস্তাবিত খসড়ার সঙ্গে এক নয় বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার স্থানীয় রাজনীতিবিদদের উদ্দেশে দেওয়া ভাষণে দার বলেন—আমি পরিষ্কার করে দিয়েছি, প্রেসিডেন্ট ট্রাম্প যে ২০ দফা প্রকাশ করেছেন, তা আমাদের নয়। আমাদের খসড়ায় পরিবর্তন আনা হয়েছে। এর প্রমাণ আমার কাছে আছে। গত সোমবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত পরিকল্পনায় যুদ্ধবিরতি, সকল বন্দির প্রত্যাবর্তন, হামাসের নিরস্ত্রীকরণ এবং যুদ্ধ-পরবর্তী গাজায় নতুন রাজনৈতিক কাঠামো গঠনের কথা বলা হয়েছে। এ কাঠামোয় হামাসকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। পরিকল্পনা ঘোষণার কিছুক্ষণ পরেই ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে হোয়াইট হাউসে এ উদ্যোগ আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন। ট্রাম্প প্রথমে হামাসকে ৭২ ঘণ্টা সময় দেন প্রস্তাব গ্রহণের জন্য। পরে এই সময়সীমা বাড়িয়ে ৩–৪ দিন...