বঙ্গোপোসাগরে এক জেলের জালে প্রায় সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে মাছটি লক্ষ্মীপুরের রামগতি মাছঘাটে নিলামে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়। ইলিশটি ধরেছেন রামগতির চরগাজী ইউনিয়নের বাসিন্দা মফিজ মাঝি। তিনি বলেন, ১০ জেলেকে নিয়ে তিনদিন আগে সাগরে মাছ শিকারে যাই। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে জাল ফেললে বড় ইলিশটি ধরা পড়ে। পরে ঘাটে হেলাল বেপারীর আড়ত থেকে এটি কিনে নেন ব্যবসায়ী অজি উল্যাহ। আড়তদার হেলাল বলেন, মফিজ মাঝি অনেকগুলো ইলিশ নিয়ে আড়তে আসেন। এর মধ্যে বড় ইলিশটি ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। আমার আড়তে এই প্রথম একটি ইলিশ মাছ এতো দামে বিক্রি হলো। মাছটির ক্রেতা অজি উল্যাহ বলেন, ইলিশটির ওজন প্রায় সাড়ে তিন কেজি। এটি ১০ হাজার টাকায় কিনে ঢাকায় মোকামে পাঠিয়েছি। আশা করছি...