চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী। একই সঙ্গে ফেসবুকে বিতর্কিত ছবি শেয়ারকে কেন্দ্র করে আলোচিত গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পালিশারা গ্রামে সংঘর্ষের পর রাতে জেলা জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়। জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেন, ফেসবুকে অসাবধানতাবশত ছবি শেয়ার হওয়ায় ইউনিয়ন সভাপতি দুঃখ প্রকাশ করেছিলেন। এর পরও সংঘর্ষের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। এদিকে জেলা আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী জানিয়েছেন, ফেসবুক বিতর্কের ঘটনায় মাওলানা ইলিয়াস হোসেনের সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাকে...