এশিয়া কাপে সাইড স্ট্রেইনে চোট পেয়েছিলেন লিটন দাস। খেলা হয়নি ভারত ও পাকিস্তান ম্যাচে। আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টুয়েন্টি সিরিজে নেই তিনি। চোটের কারণে এবার আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন সাইফ হাসান। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের দল থেকে লিটনের পাশাপাশি বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। টি-টুয়েন্টিতে ধারাবাহিক পারফর্ম করায় সুযোগ পেয়েছেন সাইফ হাসান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগামী ৮ অক্টোবর প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। ১১ ও ১৪ অক্টোবর সিরিজের বাকি দুটি ম্যাচে মুখোমুখি হবে দুদল। ওয়ানডে সিরিজ সামনে রেখে শুক্রবার রাতেই আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ৫ ক্রিকেটার- মেহেদী...