বিশ্বের দুই জনবহুল প্রতিবেশী দেশ ভারত ও চীনের মধ্যে পাঁচ বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে সরাসরি ফ্লাইট। কর্মকর্তারা জানিয়েছেন, এ লক্ষ্যে আজ শুক্রবার (৩ অক্টোবর) থেকে ফ্লাইট বুকিং শুরু হয়েছে। খবর এএফপির। ২০২০ সালে কোভিড অতিমারীর কারণে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট বন্ধ হয়েছিল এবং সীমান্ত বিরোধ নিয়ে নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েনে তা পরে আর শুরু হয়নি। তবে গত বছর রাশিয়ার কাজানে এবং এ বছরের আগষ্টে চীনে দুই দেশের শীর্ষ নেতার সাক্ষাতের পর সম্পর্কের বরফ গলতে শুরু করে। গতকাল বৃহস্পতিবার ভারত সরকার এক বিবৃতির মাধ্যমে জানায়, ‘টেকনিক্যাল আলোচনা’র পর দুই দেশ সম্মত হয়েছে যে চীন ও ভারতের কিছু সুনির্দিষ্ট এলাকার মধ্যে অক্টোবরের শেষ সপ্তাহ নাগাদ সরাসরি বিমান চলাচল শুরু করা যেতে পারে। বিবৃতিতে আরও বলা হয়,...