৫ আগস্টের গণঅভ্যুত্থানের এক বছর পরও দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি, বরং লুটপাট চলছেই—এমন অভিযোগ করেছেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা দক্ষিণের জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. দেলাওয়ার হোসেন। তিনি দাবি করেন, ‘শুধুমাত্র হাত বদল হয়েছে, কিন্তু কাজের কোনো পরিবর্তন হয়নি’। তার মতে, দেশ থেকে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি দূর হয়নি। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা শাখা আয়োজিত এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে মু. দেলাওয়ার হোসেন এসব কথা বলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বর্তমান পরিবেশ সৃষ্টির সঙ্গে জড়িত, ইতিহাসে তাদেরও একই পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। জামায়াত নেতা দেলাওয়ার হোসেন দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, মানুষ এখন প্রকৃত পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে তারা জামায়াতে ইসলামীকে দেখতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নির্বাচনের উদাহরণ...