সংযুক্ত আরব আমিরাতে চলছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এটি শেষ হলে দুদল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের। ওয়ানডে ফরম্যাটের জন্য শুক্রবার (৩ অক্টোবর) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভালো খেলা সাইফ হাসান প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে দলে। ১৬ সদস্যের দলে নেই লিটন দাস। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বেই আফগানদের মোকাবিলা করবে বাংলাদেশ। আগামী ৮ অক্টোবর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ও শেষ ওয়ানডে যথাক্রমে ১১ ও ১৪ অক্টোবর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।...