আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ শেষেই ম্যাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। আসন্ন এই তিন ম্যাচের সিরিজের জন্য আজ (৩ অক্টোবর) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন সাইফ হাসান। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেলেন তিনি। সম্প্রতি টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এবার ওয়ানডেতেও জায়গা করে নিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। সাইফের সঙ্গে দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান। তিন বছরের বেশি সময় পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সবশেষ ২০২২ সালে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন এই ব্যাটার। ওয়ানডে সিরিজ দিয়ে দুই মাসেরও বেশি সময় পর জাতীয় দলের খেলার ফিরছেন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে তিনি।...